অল ব্রডকাস্টার্স কমিউনিটির সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম

ছবি : ভোরের কাগজ
সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টকশো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এবিসির নিজ কার্যালয়ে সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি চৌধুরী ফ্রি-ল্যান্সার উপস্থাপক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী এবং মহাসচিব যমুনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এর আগে ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে ১০ জানুয়ারি শুক্রবার উৎসবমুখর পরিবেশে এবিসির ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা। প্রথম বার্ষিক সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য ২৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বার্ষিক সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরীকে সভাপতি ও দেবাশীষ রঞ্জন সরকারকে মহাসচিব নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেয়া হয়। এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে অল ব্রডকাস্টার্স (এবিসি) ২০২৪ এর ৭ জুন যাত্রা শুরু করে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি- সাদিয়া আফরিন (বিটিভি), লিজা চৌধুরী (জিটিভি), নাহিদ জামান সোমা (বাংলাভিশন) ও নুজহাত আফরিন (এসএ টিভি), যুগ্ম সম্পাদক- শাওন আহসানুর রহমান (একাত্তর টিভি), হাসান মাহাদী (স্টার নিউজ) ও মামুন আব্দুল্লাহ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ- রাজেশ রঞ্জন সরকার (গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক- আশফাকুর রহমান আদনান (এসএ টিভি), স্বাস্থ্য সম্পাদক- ডক্টর রাশিদা সুলতানা রিংকু (মোহনা টিভি), সাংস্কৃতিক সম্পাদক- রিফাত শিশির (এসএ টিভি), ক্রীড়া সম্পাদক- নাবিল কায়সার (টি স্পোর্টস), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- আনোয়ার সরকার রাজ (এশিয়ান টিভি), সমাজকল্যাণ সম্পাদক- রাশিদ কামাল, দপ্তর সম্পাদক -সিনথিয়া রহমান (আর টিভি), আইসিটি সম্পাদক- তামান্না নাহিদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মামুনুর রশীদ রাজ (জিটিভি), ইভেন্ট বিষয়ক সম্পাদক- রেহনুমা চৈতি (জিটিভি), আইন সম্পাদক- মোস্তফা কামাল তোহা (ডিবিসি নিউজ) ও নারী কল্যাণ সম্পাদক- সাবরিনা চৌধুরী (এসএ টিভি)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, শিপন আহসান, রিয়াজ হাফিজ (একুশে টিভি), ফয়সাল তিতুমীর (যমুনা টিভি), আহমেদ রেজা (যমুনা টিভি) ও ফাহিম রহমান (একাত্তর টিভি)।