×

গণমাধ্যম

ক্র্যাব নির্বাচন-২০২৫

সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা, সদস্য ভোরের কাগজের ইমরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা, সদস্য ভোরের কাগজের ইমরান

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম এম বাদশা। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে সন্ধ্যায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের।

নির্বাচন কমিশনের সদস্য ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং দৈনিক জনকণ্ঠের উত্তম চক্রবর্ত্রী। তাদের সঙ্গে ছিলেন ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক। এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। নির্বাচনে ২৯৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৫ জন। সভাপতি পদে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগান্তরের মাহবুব আলম লাবলু পেয়েছেন ৯৫ ভোট। এছাড়া দেশ রুপান্তরের সরোয়ার আলম ৪৯ ভোট এবং দৈনিক পূর্বকোণের আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১২ ভোট। 

সাধারণ সম্পাদক পদে বাংলাটিভির এম এম বাদশা পেয়েছেন ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজবাংলা ডটকমের এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট। সহসভাপতি পদে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উমর ফারুক আলহাদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মাসুম মিজান পেয়েছেন ১২০ ভোট। 

যুগ্ম সম্পাদক পদে জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সকালের সময়ের আবদুল লতিফ রানা ১০২ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের সময়ের ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ মাহমুদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট এবং জবাবদিহির খন্দকার হানিফ রাজা পেয়েছেন ২৯ ভোট। 

কল্যাণ সম্পাদক পদে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাছরাঙা টিভির মো. মাহমুদুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার বার্তার শেখ কালিমউল্ল্যাহ পেয়েছেন ১১৬ ভোট। কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ২০৩ ভোট পেয়েছেন বাংলাভিশনের জিয়া খান, ১৮৭ ভোট পেয়েছেন ভোরের কাগজের ইমরান রহমান এবং ৭৫ ভোট পেয়েছেন ঢাকা প্রতিদিনের মোহাম্মদ জাকারিয়া। 

এছাড়া দপ্তর সম্পাদক পদে আমার দেশের ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বনিক বার্তার নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঢাকা পোস্টের মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App