×

গণমাধ্যম

পুলিশের বিশেষ শাখার দুঃখ প্রকাশ

বিমানবন্দরে সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

বিমানবন্দরে সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু

ছবি : সংগৃহীত

   

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় পুলিশের বিশেষ শাখা (এসবি) গভীর দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) নুরুল কবির নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অভিযোগ করেন, একটি সম্মেলনে যোগ দিতে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করে। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তার ফেরার পথেও।    

এসবি জানিয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের সময় তৈরি হওয়া একটি বিতর্কিত ‘ব্লকড লিস্ট’-এর কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই তালিকায় কয়েক হাজার নাম অন্তর্ভুক্ত। মূলত এসব বিদেশ সফর সীমিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।  

এসবি’র একজন মুখপাত্র জানান, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তালিকাটি যাচাই-বাছাই করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং অধিকারকর্মীদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তালিকা সংশোধনের কাজ পুরোপুরি হাতে-কলমে হওয়ায় কিছু ভুল এখনো রয়ে গেছে। এসবি দ্রুত বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে।  

এ ঘটনার প্রেক্ষিতে এসবি আবারও দুঃখ প্রকাশ করে বলেছে, বাংলাদেশ পুলিশ জনগণের সেবায় অঙ্গীকারবদ্ধ। জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর পদক্ষেপ নিচ্ছি।  

নুরুল কবিরের মতো একজন বিশিষ্ট সাংবাদিককে হয়রানির ঘটনায় গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার দাবি জানানো হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App