নিজের জন্মদিনে প্রধান উপদেষ্টাকে যে পরামর্শ দিলেন শফিক রেহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

লাল গোলাপখ্যাত দেশবরেণ্য সাংবাদিক শফিক রেহমান। ছবি : সংগৃহীত
দেশের রাজনীতিবিদদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন লাল গোলাপখ্যাত দেশবরেণ্য সাংবাদিক শফিক রেহমান। সোমবার (১১ নভেম্বর) নিজের ৯০তম জন্মদিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
এ সময় প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।’
নির্বাচন ইস্যুতে বর্ষীয়াণ সাংবাদিক বলেন, নির্বাচন দেয়া গুরুত্বপূর্ণ। কিন্তু ক্ষমতায় আসবে কে? দেশ কে চালাবে? তাদের সে রকম মানুষ হতে হবে।
এ সময় দেশের তথাকথিত উন্নয়ন নিয়েও কথা বলেন। শফিক রেহমান বলেন, উন্নয়ন মানে পদ্মাসেতু আর মেট্রোরেল নয়। উন্নয়ন বলতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ- স্বর্ণের দাম কত, ডলারের দাম কত আর বাজারে নিত্যপণ্যের দাম কত?
আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে দেশ ছাড়েন শফিক রেহমান। দীর্ঘদিন পরে গত ১৮ আগস্ট যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরেন তিনি।
আরো পড়ুন : বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও আওয়ামী ছোবল থেকে রক্ষা পায়নি