আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৪ পিএম

ছবি : ভোরের কাগজ
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে ঢাকায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। "সাংবাদিকেরা জাতির চক্ষু এবং মানবাধিকার কর্মীরা জাতির বিবেক" এই স্লোগান নিয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ, সোমালিয়ার মোগাদিসুস্থ দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
প্রশিক্ষণ কর্মশালার শুরু হয় শনিবার (২ নভেম্বার) সকাল ৯:০০টায়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৈনিক চৌকসের সম্পাদক এবং সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস লইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট, বিচারপতি মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের। লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেনকে অর্গানিক কৃষিতে অবদানের জন্য, রিফাত গ্রুপের চেয়ারম্যান মো. মোবারক হোসেন মোহোনকে শিল্প উদ্যোক্তা হিসেবে, পিবাড়ীয়া গ্রুপের সিইও মো. নুরুজ্জামান রানাকে সমাজ সেবায় অবদানের জন্য এবং আন্তরিক ট্রাভেলসের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন সাঈদকে কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, "এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি, তথ্য সন্ত্রাস ও চাটুকারিতা থেকে দূরে থাকি, এবং সাহসিকতার সাথে সমাজে মানবাধিকার বাস্তবায়ন করি।"
প্রশিক্ষণে মানবাধিকার, শিশু অধিকার, পেশাগত অধিকার এবং পারিবারিক অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময় বক্তারা সকলের মধ্যে মানবাধিকার সুরক্ষিত করার জন্য একে অপরকে সহযোগিতা এবং সচেতন থাকার আহ্বান জানান।
বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মো. এনামুল হক 'বিজ্ঞানময় কোরআন' বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন এস এম নজরুল ইসলাম। শেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এই সফল কর্মশালায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট মো. শহীদুল ইসলাম, মৎস অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আস্রাফ উদ্দীন, ঢাকা বিএসএমএমইউ এর সহকারি অধ্যাপক ডা. আতিয়ার রহমান, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মোতালেবসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।