সাংবাদিকতায় ফ্যাক্ট চেক খুব জরুরি

আব্দুল্লা আল রাফি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

আব্দুল্লা আল রাফি, অনুসন্ধানী সাংবাদিক
বর্তমান সময়ে সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কিন্তু এর মধ্যেই রয়েছে অগণিত সম্ভাবনার দ্বারও। অনুসন্ধানী সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলেও বর্তমানে এটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। বিশেষ করে, তথ্য যাচাইয়ের অভাব প্রকট হয়ে উঠেছে। যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য-উপাত্ত যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো—হুমকি, ভয়ভীতি, এবং আইনি মামলার সম্মুখীন হওয়া, যা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি আমরা কক্সবাজারে পর্যটন শিল্প নিয়ে কাজ করার সময়, আমরা বেশ কিছু হুমকি এবং দুটি মামলার শিকার হয়েছিলাম। সেই সময়ে স্থানীয় প্রশাসন থেকে বিশেষ কোনো সাহায্য পাওয়া যায়নি। আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করে, অত্যন্ত কৌশলীভাবে কাজ শেষ করে ঢাকায় ফিরে আসতে হয়েছিল। এ ধরনের পরিস্থিতি সাংবাদিকতার ওপর একটি বড় ধরনের প্রভাব ফেলছে এবং সাংবাদিকদের জন্য সঠিক তথ্য সংগ্রহে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফ্যাক্ট চেক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে ভাইরাল হওয়ার প্রতিযোগিতার মধ্যে তথ্য যাচাই করার প্রবণতা অনেক কমে গেছে। কিন্তু সঠিক, গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য সাংবাদিকতার জন্য প্রত্যেক সংবাদ মাধ্যম অফিসে একটি ফ্যাক্ট চেক সেল থাকা অত্যাবশ্যক। এমনকি, যেকোনো সংবাদ প্রকাশের আগে সেই সেল থেকে ক্লিয়ারেন্স নেওয়া উচিত।
ফেক নিউজ এবং ভাইরাল সংবাদ
ফেক নিউজ বা মিথ্যা খবর বন্ধ করা এখনো সম্ভব হচ্ছে না। কারণ, ভাইরাল হওয়ার প্রতিযোগিতা ফেক নিউজকে আরও উৎসাহিত করছে। আজকাল সংবাদ যদি ভাইরাল না হয়, তাহলে মনে করা হয় সেই সংবাদটির আর কোনো গুরুত্ব নেই। এই পরিস্থিতি পরিবর্তন করা অত্যন্ত জরুরি। সাংবাদিকতার মান বজায় রাখার জন্য ভাইরাল কনটেন্টের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বন্ধ করতে হবে।
ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকতার ওপর ব্যাপক প্রভাব ফেলছে। বিশেষ করে, ফেসবুকে মানুষ যেকোনো কিছুই লিখছে এবং তা যাচাই-বাছাই ছাড়াই প্রচার করছে। এর ফলে, অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং ভুল তথ্য গ্রহণ করছে। অথচ সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে ফেসবুক ইউজারদের মতো দ্রুত সংবাদ প্রকাশ করা যায় না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকতা
সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকের অনেক উপকারী দিকও আছে। অনেক সময় প্রাথমিক তথ্য ফেসবুক থেকে সংগ্রহ করা সম্ভব। তবে সেই তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। প্রতিটি সংবাদ মাধ্যম অফিসে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক বিট বা সেল থাকা উচিত, যেখানে ফেসবুকে ওঠা কোনো দাবির সত্যতা যাচাই করে সেটি সংবাদ হিসেবে উপস্থাপন করা যায়। এটি ফ্যাক্ট চেকের একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে।
বর্তমানে সাংবাদিকতার কনটেন্ট ক্রমশ ভাইরাল নির্ভর হয়ে যাচ্ছে। এ প্রবণতা সাংবাদিকতাকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে। ভাইরাল সংবাদের পেছনে ছুটতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ হারিয়ে যাচ্ছে, যা মূলত সমাজের কল্যাণে প্রয়োজনীয় ছিল। সাংবাদিকরা যদি কেবল ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন, তবে সমাজে সঠিক তথ্য প্রচারের অভাব দেখা দেবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সাংবাদিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিকতায় আইনি বাধা এবং আইসিটি আইন
বর্তমান সময়ে সাংবাদিকতার একটি বড় প্রতিবন্ধকতা হলো আইসিটি আইনসহ বিভিন্ন কালাকানুন, যা সাংবাদিকতার স্বাধীনতা ব্যাহত করছে। এসব আইন শুধু সাংবাদিকতার ওপর এক ধরনের হুমকি নয়, এটি সুষ্ঠু এবং নিরপেক্ষ সাংবাদিকতার জন্য এক বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং, এ ধরনের আইন দ্রুত বাতিল করা উচিত। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য সরকারের উচিত এ বিষয়গুলোতে নজর দেওয়া এবং সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে মানুষের বিশ্বাসের জায়গা তৈরি করতে হয়। কিন্তু যদি সাংবাদিকরা তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ পরিবেশন করেন, তবে সেই বিশ্বাস অটুট থাকবে না। তথ্য যাচাই এবং গ্রহণযোগ্য সাংবাদিকতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে। যেকোনো সংবাদের তথ্য যদি সঠিকভাবে যাচাই করা হয়, তবে ফেক নিউজ কমে আসবে এবং সাধারণ মানুষও ভুল তথ্য থেকে সুরক্ষিত থাকবে।
ফ্যাক্ট চেক সিস্টেম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, যেকোনো গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। সাংবাদিকতা এমন একটি দায়িত্বশীল পেশা যেখানে প্রতিটি সংবাদ বা তথ্য মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। তাই এটি খুবই জরুরি যে, প্রতিটি সাংবাদিক নিজ দায়িত্ববোধ থেকে তথ্য যাচাই করে তারপরই তা প্রকাশ করবেন। সাংবাদিকরা যদি এই দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তবে সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব অনেক বৃদ্ধি পাবে।
সাংবাদিকতায় তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক অত্যন্ত জরুরি। বিশেষ করে বর্তমান সময়ে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ব্যাপক এবং ফেক নিউজের বিস্তারও অনেক। এই অবস্থায় সঠিক তথ্য যাচাই করা এবং গ্রহণযোগ্য সাংবাদিকতা নিশ্চিত করা আমাদের সবার জন্য জরুরি। সংবাদ মাধ্যমকে একটি দায়িত্বশীল ভূমিকায় থেকে কাজ করতে হবে এবং সমাজের সঠিক তথ্য প্রচারের দায়িত্ব নিতে হবে।
লেখক: আব্দুল্লা আল রাফি, অনুসন্ধানী সাংবাদিক