×

গণমাধ্যম

প্রথম আলোর সাইট হ্যাক করে যা লিখল হ্যাকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ এএম

প্রথম আলোর সাইট হ্যাক করে যা লিখল হ্যাকার

ছবি: সংগৃহীত

   

হ্যাক হয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন। নিরাপত্তা-ত্রুটি বের করে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও কর্মীদের উদ্দেশে বার্তা প্রকাশ করেছে হ্যাকার। তবে এই কাজের মাধ্যমে প্রথম আলোর কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই বলেও জানানো হয়েছে ওই বার্তায়।

সতর্কবার্তাটিতে বলা হয়েছে, প্রথম আলোর কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে অনলাইন সংবাদ প্রচারের জন্য ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিস ইন্ডিয়া লিমিটেডের তৈরি সিএমএস-এর নিরাপত্তা ত্রুটির কারণে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কেউ পূর্ব প্রকাশিত সংবাদ পরিবর্তন বা মিথ্যা তথ্য প্রকাশ করতে পারে।

এই ত্রুটি ব্যবহার করে প্রতারকরা প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা কাজে লাগিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে গুজব তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে। এবং সবশেষে হ্যাকার নিজেকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন।

ওই শুভাকাঙ্ক্ষী আরো উল্লেখ করেছেন, তিনি প্রথম আলোর ক্ষতি করতে চান না, বরং নিরাপত্তা ত্রুটিগুলো চিহ্নিত করে তা সংশোধনে সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি প্রথম আলোর প্রযুক্তি বিভাগ এবং নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চান।

নিরাপত্তা ত্রুটির বিষয়ে বার্তাটিতে বলা হয়েছে,

প্রিয় মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ,

আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই।

কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে।

যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।

তাই আপনাদের সতর্ক করতে আমি এ বার্তাটি প্রকাশ করছি। আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং যুক্ত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। আমার সাথে যোগাযোগের জন্য prothomalosecurityconcern@duck.com এই ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করা হলো।

ইতি,

প্রথম আলোর একজন শুভাকাঙ্ক্ষী

প্রথম আলোর পাঠকদের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা রক্ষার জন্য এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ বিষয়টির সত্যতা নিশ্চিতে প্রথম আলো পত্রিকা অফিসের একাধিক নম্বরে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি। 

আরো পড়ুন: গণভবন বরাদ্দ নিয়েও হাসিনা যখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App