মৃত্যুর আগে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন রাহানুমা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম

নিহত সাংবাদিক মোছা. রাহানুমা সারাহ (৩২)। ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল লেকে ডুবে মোছা. রাহানুমা সারাহ (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত রাহানুমা সারাহ বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে হাতিরঝিলে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া রাহানুমার শেষ স্ট্যাটাসে তার বিষণ্ণতার আভাস পাওয়া যায়। তিনি লেখেন, ‘জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল।’
রাহানুমা আরো লেখেন, ‘প্রিয় সারা রাহানুমা, এখন বিদায় বলার পালা। যাত্রা দীর্ঘ হয়েছে, তবে ভালোও হয়েছে। আপনার প্রচেষ্টা যথেষ্ট হয়েছে। আপনি এখন আরাম করতে পারেন এবং সর্বদা নিজের সাথে একা থাকতে পারেন। নীরব থাকা এবং নিজের সাথে কথা বলাই সবচেয়ে ভাল।’
এর আগে প্রত্যক্ষদর্শী মো. সাগর জানান, তিনি লেকের পানিতে রাহানুমাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহানুমার বাড়ি রাজধানীর কল্যাণপুরের বিসি কৃষ্ণচূড়া আবাসিক এলাকায়। তিনি মো. বখতিয়ার শিকদারের মেয়ে।
রাহানুমার স্বামী সায়েদ শুভ্র জানান, প্রেমের সম্পর্কের পর তারা সাত বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন। দুর্ঘটনার দিন সারাহ অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেননি। তিনি আরও জানান, সারাহ বিবাহ বিচ্ছেদ চাচ্ছিলেন এবং তারা দুজন একসঙ্গে কাজী অফিসে গিয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হয়নি।
আরো পড়ুন: হাতিরঝিলে পানিতে ডুবে জিটিভির সাংবাদিকের মৃত্যু
রাহানুমার মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাতিরঝিল এলাকায় এ ধরনের দুর্ঘটনা সচেতনতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির ইঙ্গিত দেয় বলে মনে করছেন স্থানীয়রা ।