×

গণমাধ্যম

হাতিরঝিলে পানিতে ডুবে জিটিভির সাংবাদিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:১৫ এএম

হাতিরঝিলে পানিতে ডুবে জিটিভির সাংবাদিকের মৃত্যু

মোছা. রাহানুমা সারাহ (৩২)। ছবি: সংগৃহীত

   

রাজধানীর হাতিরঝিল লেকে ডুবে মোছা. রাহানুমা সারাহ (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রাহানুমা সারাহ বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে হাতিরঝিল লেকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মো. সাগর জানান, তিনি লেকের পানিতে ভাসমান অবস্থায় রাহানুমাকে দেখতে পান। দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাহানুমার বাড়ি রাজধানীর কল্যাণপুর এলাকার বিসি কৃষ্ণচূড়া আবাসিক এলাকায়। তিনি মো. বখতিয়ার শিকদারের মেয়ে।

সারাহর স্বামী সায়েদ শুভ্র গণমাধ্যমকে বলেন, প্রেমের সম্পর্কের পর গত ৭ বছর আগ আমরা পরিবারকে না জানিয়ে বিয়ে করি। গতকাল সারাহ অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফেরেনি। পরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়েছে।

শুভ্র বলেন, গতকাল আমি তাকে ফোন দিলে সে ব্যস্ততার কথা জানায়, এবং ফোন রেখে দেয়।  পরে রাত ৩টার দিকে খবর পাই হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে রাহানুমা। ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য বা ঝগড়াও হয়নি। বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাচ্ছিল। পরে সিদ্ধান্ত হয় আমরা দুজন কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। তবে দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি।

রাহানুমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাগর নামের এক পথচারী। তিনি গণমাধ্যমকে জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওনাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাতিরঝিল এলাকায় এমন দুর্ঘটনা সচেতনতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির ইঙ্গিত দেয় বলে স্থানীয়রা মনে করছেন।

আরো পড়ুন: বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারিত হবে গণশুনানিতে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App