×

গণমাধ্যম

বন্ধ হয়ে গেল সময় ও একাত্তরের সম্প্রচার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১০:২০ পিএম

বন্ধ হয়ে গেল সময় ও একাত্তরের সম্প্রচার

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতির মধ্যেই ঢাকার সংবাদভিত্তিক তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘটেছে। চ্যানেলেগুলো হলো- সময় নিউজ, একাত্তর নিউজ এবং ইনডিপেনডেন্ট নিউজ।

এর মধ্যে সময় এবং একাত্তর নিউজের সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া ইনডিপেনডেন্ট নিউজের সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমটির কর্মকর্তারা।

আরো পড়ুন: বঙ্গবন্ধু ভবনে সব পুড়ে ছাই

সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটর এলাকায় অবস্থিত গণমাধ্যমটির কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই ঘটনা ঘটেছে একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। ইনডিপেনডেন্ট নিউজের কার্যালয়ে ঢুকতে না পারলেও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তার কথা ভেবে অধিকাংশকর্মীকে অফিস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, হামলার শিকার তিনটি গণমাধ্যমই 'আওয়ামী লীগ ঘরানা' বলে আন্দোলনকারীদের অভিযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App