জন্ম জন্মান্তর

আমিনা আক্তার অহনা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম

জন্ম জন্মান্তর লিখেছেন আমিনা আক্তার অহনা
একটি মেয়ের লড়াই শুরু হয় আতুঘর থেকে
যখন সে জন্ম নেয়ার পর সবার মুখে মেঘ জন্মে।
একটি মেয়ের লড়াই শুরু হয় তখন
যখন আদরের ছলে পিঠে পড়ে নোংরা হাতের পরশ।
একটি মেয়ের লড়াই শুরু হয় তখন
যখন মেয়ে বলে ঘরটাই হয় তার পৃথিবী
আর বাহিরটা হয় রঙ্গিন স্বপ্ন
পায়ে থাকে নুপুরের মতো বাধা অদৃশ শেকল।
একটি মেয়ের লড়াই শুরু হয় তখন
যখন পরীক্ষায় একটু খারাপ করলে
শুনতে হয় মেয়েদের বেশি পড়িয়ে টাকা নষ্ট।
একটা মেয়ের লড়াই শুরু হয় তখন
যখন সে কারো বাড়ির বৌ হয়
আর রোজ চলতে থাকে সবাইকে খুশি করার চেষ্টা।
একটা মেয়ের লড়াই শুরু হয় তখন
যখন মানুষের ভিড়ে নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলে
নিজের বলতে তার নিজের নামটাও হয়না।
লড়াইটা আর শেষ হয়না চলতে থাকে জন্ম জন্মান্তর
আতুঘর থেকে শুরু মৃত্যু হলে তবেই শেষ।