করোনায় আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:০২ পিএম

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু (ফাইল ছবি)
করোনায় আক্রান্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ভোরের কাগজকে বলেন, করোনা পজেটিভ রেজাল্ট এসেছে আমার। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব। হাসপাতালে এখন চিকিৎসকদের তত্ত্ববধানে আছি।
গেরিলা খ্যাত এ নির্মাতা বলেন, হাসপাতালে ভর্তি থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মানসিকভাবেও সুস্থ আছেন তিনি। আছেন বিশ্রামে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পায়।
এর আগে ‘গেরিলা’ সিনেমা নির্মাণ করে দারুণ সাফল্য পান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সর্বমহলে নানা রকম প্রশংসা কুড়িয়েছে।