
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৯:৪৬ পিএম
আরো পড়ুন
কবিতা: বঙ্গবন্ধু

কবি মানিক পাল
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম

চিৎকার করে বার বার বলি
তোমার মহিমা কাহিনী,
হে মহা বীর, উন্নত শির
অন্যায়ে নতো করোনি।
বাঙালির ন্যায্য অধিকারে তুমি
করোনি আপস কোনোদিন,
কত লাঞ্ছনা শত গঞ্জনা
তবুও ছিলে অমলিন।
কখনো তুমি দুর্বার, আবার
কখনো কোমল হৃদয়ের!
তুলেছো আঙুল-হয়েছো ব্যাকুল
বাঙালির প্রাপ্য আদায়ে।
কখনো পিতা, কখনো নেতা
অসহায় যখন বাঙালি!
বাজালে বাঁশি পিছু রাশি রাশি
ধনী-দরিদ্র-কাঙালি।
হৃদয় পটে এঁকেছো তুমি স্বাধীন
বাংলার ছবি!
দাঁড়ালে মঞ্চে, বজ্রকণ্ঠী তুমি
বাঙালির কবি!
তুমি ছিলে, তুমি আছো
থাকবে বেঁচে চিরদিন!
তোমার কাছে ঋণ যে অনেক
শোধ হবে না কোনো দিন।
তুমি দুর্বার তুমি অনন্য
তুমি বিশ্বের বিস্ময়!
তুমি হুংকার, তুমি অহংকার
তুমি অম্লান অক্ষয়।
তুমি দিবাকর, তুমি শশধর
তুমি ধ্রুব তারা গগনে!
তুমি বহমান, চির চলমান
অমর এ বিশ্ব ভুবনে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

চিৎকার করে বার বার বলি
তোমার মহিমা কাহিনী,
হে মহা বীর, উন্নত শির
অন্যায়ে নতো করোনি।
বাঙালির ন্যায্য অধিকারে তুমি
করোনি আপস কোনোদিন,
কত লাঞ্ছনা শত গঞ্জনা
তবুও ছিলে অমলিন।
কখনো তুমি দুর্বার, আবার
কখনো কোমল হৃদয়ের!
তুলেছো আঙুল-হয়েছো ব্যাকুল
বাঙালির প্রাপ্য আদায়ে।
কখনো পিতা, কখনো নেতা
অসহায় যখন বাঙালি!
বাজালে বাঁশি পিছু রাশি রাশি
ধনী-দরিদ্র-কাঙালি।
হৃদয় পটে এঁকেছো তুমি স্বাধীন
বাংলার ছবি!
দাঁড়ালে মঞ্চে, বজ্রকণ্ঠী তুমি
বাঙালির কবি!
তুমি ছিলে, তুমি আছো
থাকবে বেঁচে চিরদিন!
তোমার কাছে ঋণ যে অনেক
শোধ হবে না কোনো দিন।
তুমি দুর্বার তুমি অনন্য
তুমি বিশ্বের বিস্ময়!
তুমি হুংকার, তুমি অহংকার
তুমি অম্লান অক্ষয়।
তুমি দিবাকর, তুমি শশধর
তুমি ধ্রুব তারা গগনে!
তুমি বহমান, চির চলমান
অমর এ বিশ্ব ভুবনে।