বইমেলায় অনিমেষ রহমানের প্রথম কাব্যগ্রন্থ আঁধার দিনের মিছিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম

অমর একুশে বইমেলায় এসেছে কবি অনিমেষ রহমানের প্রথম কাব্যগ্রন্থ 'আঁধার দিনের মিছিল'। দাঁড়িকমা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে অনাড়ম্বর পরিবেশে মেলার দশম দিনে বইটির মোড়ক উন্মোচন করেন কবির শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-স্বজনরা।
আরো পড়ুন: বইমেলায় সাদিয়া ইসলাম বৃষ্টির ৩ বই
এর আগে, অনিমেষ রহমানের প্রথম উপন্যাস 'উল্টোপথে উল্টোরথে' ২০১৪ সালে প্রকাশ পায়। বইটি তখন বেশ সাড়া জাগিয়েছিলো। দীর্ঘ ১০ বছর মেলায় কবির দ্বিতীয় বই ও প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পেলো।
লেখক ও কবি অনিমেষ রহমান একজন ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের নেতা। দীর্ঘদিন ধরেই ব্লগে কবিতা, গল্প, উপন্যাস ও সমসাময়িক বিষয়ে লিখে আসছে। মুক্তিচিন্তা ব্লগে কবির লেখা বিভিন্ন কবিতা বইটিতে স্থান পেয়েছে। কবি নিজে বইটির প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন না, তার শুভাকাঙ্ক্ষীরা ব্লগ থেকে লেখা সংগ্রহ করে বইটি প্রকাশ করেছেন।