×

সাহিত্য

বই মেলার বিন্যাস অনেক সুন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৭ পিএম

বই মেলার বিন্যাস অনেক সুন্দর

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু/ফাইল ছবি।

   
আজকে বইমেলার প্রথম শুক্রবার। মাত্র পাঁচদিন হয়েছে মেলা শুরু হলো। এর মধ্যে এত লোক সমাগম! এটা অন্যান্যবারের চেয়ে একটু ব্যতিক্রমই বটে। ভালোই লাগছে। তবে লিটলম্যাগটা এরকম কর্নারে না দিয়ে বাংলা একাডেমির মূল ভবনের পাশে বহেরাতলা রাখলে ভালো হয়। এ ছাড়া আমার মনে হয়েছে এবারের বিন্যাস এবং বিস্তারটা অনেক সুন্দর, লোক সমাগমের জন্য সহায়ক হবে বলে আমার মনে হয়েছে। বান্ধবও বটে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দি প্রাঙ্গণে কথা হল নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে। ভোরের কাগজের এক প্রশ্নের জবাবে তিনি এভাবেই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমি আজই প্রথম এলাম। বই এখনো দেখিনি, কিনিওনি। আমার মনে হয় মুজিব বর্ষ উপলক্ষে একটি ভিন্ন সাজ নিয়েছে মেলা। জাতির জনকের যে লোগোটা তৈরি করা হয়েছে সেটিকে ব্যবহার করে ভিন্ন আবহ তৈরির চেষ্টা হয়েছে। আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা একটা আকর্ষনের ব্যাপার হতে পারে। আমি মনে করি, এবার মুজিব বর্ষের কারণে মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ; একই সাথে আমার মনে হয়েছে, গতবারের চেয়ে এবার বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বেশি বই বেরোবে। সেই মেলা আর এই মেলা কেমন? এ প্রসঙ্গে বরেণ্য এই চলচ্চিত্রকার বললেন, ৭০ দশকের মেলার আলাদা একটা বিষয় ছিল। বলা যায়, খুব ব্যক্তিগত একটা সম্পর্কের জায়গা তৈরি হত সেই মেলায়। আর এই এখানের এই মেলাটা উদযাপনের দিকেই গেছে। সেটাতে আমার আপত্তি নেই। আমি মনে করি একুশের মেলা উদযাপিত হওয়া উচিত। তবে বইমেলা বলতে যেটা বোঝায় সেটা এর চরিত্রের বাইরে যাচ্ছে বলেই বলে মনে হচ্ছে। বই প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর সবখানেই যে বই একটু চালু, সাম্প্রতিক অনুষঙ্গ নিয়ে লেখা হয়, বিশেষ করে গদ্য বা উপন্যাস, সেগুলো একটু বেশি চলে। তরুণদের বই পড়েন কি না এ প্রশ্নের তিনি বলেন, তরুণদের বই কিছুটা কম পড়া হলেও একেবারে পড়ি না যে তা নয়। তবে প্রবন্ধ কিংবা ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বেশি পড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App