পল্লীমায় শিল্পের সুষমা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ পিএম

ছবি:ভোরের কাগজ
সুরের মূর্চ্ছনায় মুগ্ধতা ছড়ালো বৃষ্টি ভেজা রাজধানীর শারদীয় সন্ধ্যা। সুরের সঙ্গে নৃত্যের মুদ্রার অনন্য শৈল্পিকতা প্রবাহমান ছিলো মিলনায়তনজুড়ে। সঙ্গে আবৃত্তির দীপ্ত উচ্চারণ এনে দিয়েছিল ভিন্নমাত্রা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মিলনায়তনে পল্লীমা মহিলা পরিষদ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে আরো ছিল আলোচনা, মেধা পুরস্কার, আলোকিত নারী সম্মাননা।
অতিথি ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম, সিটি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডি আই জি আবিদা সুলতানা ও চিত্রশিল্পী সংগঠন ‘কন্যা’র প্রতিষ্ঠাতা শাকিলা খান চয়ন।
শহীদ বাবুল একাডেমি পল্লীমা বিদ্যাপীঠের ৪৫ জন কন্যাশিশুকে মেধা পুরস্কার দেয় হয়। সম্মাননা হিসেবে মেধাবী কন্যাশিশুদেরকে ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
আলোচনা ও সম্মাননা শেষে সাংস্কৃতিক আসরে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী মৈত্রী গাজী। সংগীত পরিবেশন করেন গাজী ঐশ্বর্য ইসলাম, সেহেলি জাহান, সাফা,শিল্পী, ওয়াহিদা সিদ্দিকা, সুলতান আরা শিল্পী। নৃত্য পরিবেশন করেন সাহিদা আফরোজ এনি, জারিন, রূপন্তী প্রমুখ।