১৫ আগস্ট স্মরণে ৩২ নম্বরে আর্টিস্ট ক্যাম্প

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম


১৫ আগস্ট ট্র্যাজেডি স্মরণে ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড: মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়’ শিরোনামের আর্টিস্ট ক্যাম্পের আয়োজন করেছে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ।
শুক্রবার (১১ আগস্ট) বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সড়ক প্রাঙ্গনে দিনব্যাপী এই আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন শিল্পী মুহম্মদ ইউনুস। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আর্টিস্ট ক্যাম্পে অংশ নেন দেশের খ্যাতিমান নবীন-প্রবীণ মিলিয়ে ৪৮ শিল্পী। শিল্পীরা হলেন জামাল আহমেদ, রোকেয়া সুলতানা, কনকচাপা চাকমা, সাঈদ খন্দকার তরুণ ঘোষ, রনজিৎ দাষ, সমীরন চৌধুরী, সামিনা নাফিস, শামসুল আলম আজাদ, রাশেদুল হুদা সরকার, অভিজিৎ চৌধুরী, অনুকূল মজুমদার, রুবিনা নার্গিস, আনিসুজ্জামান, কিরিটি রঞ্জন বিশ্বাস, সুনীল কুমার পথিক, ময়েজ উদ্দিন দুলাল, চন্দ্র গায়েন, রফি হক, জাহিদ মুস্তাফা, ফজলুর রহমান ভুটান, হারুন অর রশিদ টুটুল, শর্বরী রায় চৌধুরী, ফারজানা আহমেদ শান্তা, আসমিতা আলম শাম্মী, জাকির হোসেন পুলক, আফরোজা জামিল কঙ্কা, মিনি করিম, সঞ্জীব দাস অপু, রাশেদ সুখন, দিদারুল আলম লিমন, ফিদা, সুমন ওয়াহিদ, বিপ্লব চক্রবর্তী, শেখ ফারহানা পারভীন টুম্পা, আওলাদ হোসেন, বিপদ ভঞ্জন সেন কর্মকার, ফারহানা ইয়াসমিন জুথি, মলয় বালা, সুমন বৈদ্য, সোহানা শেহরিন, মো. আব্দুল মোমেন মিল্টন, সানজিদা ইসলাম জেরিন, কৃষ্ণা দে চট্টোপাধ্যায়, মো. আব্দুল মান্নান।