×

সাহিত্য

‘অচলায়তন’ নির্দেশনা দিতে অস্ট্রেলিয়ায় জাহিদ রিপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৯:১১ পিএম

‘অচলায়তন’ নির্দেশনা দিতে অস্ট্রেলিয়ায় জাহিদ রিপন

জাহিদ রিপন। ছবি: সংগৃহীত

   

অস্ট্রেলিয়ার মেলবোর্নস্থ অনন্য নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটির আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর ধ্রুপদী ‘অচলায়তন’ নির্দেশনা দিতে আগামি বুধবার ১২ই জুলাই রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাট্যসংগঠন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। এ প্রযোজনায় বাংলাদেশ ও ভারতের প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করছেন।

‘অচলায়তন’-এর প্রাথমিক মহড়াসহ অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে নয়হাজার মাইল দূরত্বে থেকে অনলাইনে। বর্তমান পর্যায়ে নির্দেশক জাহিদ রিপনের ২০ দিন অস্ট্রেলিয়া অবস্থানকালে চূড়ান্ত ব্লকিং, সংলাপ-সঙ্গীত-কোরিওগ্রাফি প্রভৃতি সমন্বয়, নিয়মিত মহড়া ও পরিশীলন শেষে কারিগরি মঞ্চায়ন এবং ২৯ ও ৩০শে জুলাই মেলবোর্নের চান্দলার (ঈযধহফষবৎ) মিলনায়তনে দর্শনীর বিনিময়ে ‘অচলায়তন’-এর দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এর আগে ১৬ই জুলাই মেলবোর্নে রেনেসাঁ ড্রামা সোসাইটি এবং বাংলা সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠানে ‘সমকালে রবীন্দ্র নাট্যচর্চা : মঞ্চায়ন ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন জাহিদ রিপন।

এর আগেও নানা দেশের আমন্ত্রণে নাট্যমঞ্চায়ন ছাড়াও সেমিনারে প্রবন্ধ উপস্থাপন, মাস্টারক্লাস, কর্মশালা পরিচালনা করেন জাহিদ রিপন। এর মধ্যে ২০১৫-এ ইংলান্ডের কুইন মারি ইউনিভার্সিটি অব লন্ডনের ড্রামা ডিপার্টমেন্টের আমন্ত্রণে ‘মাইম ইউজ ইন থিয়েটার’ বিষয়ে মাস্টারক্লাস পরিচালনা, ২০১৬-এ জাপানের সর্ববৃহৎ নাটোৎসব ফেস্টিভ্যাল/টোকিও-র আমন্ত্রণে ‘ট্রাডিশনাল এন্ড কনটেম্পরারি থিয়েটার অব বাংলাদেশ’ সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন, ২০১৮-এ পুনরায় ফেস্টিভ্যাল/টোকিও-র আমন্ত্রণে ‘থিয়েটার অব বাংলাদেশ টুডে : কন্টিনিউয়েশন অব ট্রাডিশন এন্ড মর্ডানিজম’ সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন অন্যতম। তিনি ভারতের নানা প্রদেশে অনলাইন ও সরাসরি সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনসহ অনলাইনে উল্লেখযোগ্যসংখ্যক কর্মশালা-মাস্টারক্লাস পরিচালনা করেন।

এছাড়া তিনি অনলাইনে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ায় কর্মশালা পরিচালনা করেন। জাহিদ রিপনের নির্দেশনাকৃত নাট্যপ্রযোজনা ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব’সহ ভারতের নানা নাট্যোৎসবে এবং ইংল্যান্ড, জাপান প্রভৃতি দেশের নাট্যোৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া তার নির্দেশনাকৃত নাট্যপ্রযোজনাসমূহ ১৪টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর জাহিদ রিপন দীর্ঘদিন ধরে নির্দেশক, সংগঠক, অভিনেতা, গবেষক, নাট্য ও মূকাভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি ২৮টি দর্শকনন্দিত নাট্যপ্রযোজনার নির্দেশনা দিয়েছেন।

জাহিদ রিপন নাট্যসংগঠন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ছাড়াও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রাক্তন গবেষণা ও তথ্য বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউিটে পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App