সেলিম আল দীন স্মরণোৎসবে ‘ম্যাকবেথ’-এর উদ্বোধনী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম

ছবি: ভোরের কাগজ



নাট্যাচার্য সেলিম আল দীনের পঞ্চদশ প্রয়াণবার্ষিকী উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল অয়োজিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৩’-এ শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা এবং সন্ধ্যায় সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নতুন প্রযোজনা মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর কাহিনি পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যগবেষক ড. বাবুল বিশ্বাস, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান ড. ইস্রাফিল আহমেদ প্রমুখ।
নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২৭তম এ আসরের স্লোগান, ‘ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন ধারায়, বাঙলা নাট্যের শিল্পশক্তি জগৎ করবে জয়’। উৎসবে বাঙলা মূকাভিনয়রীতিতে নির্মিত ‘ম্যাকবেথ’-এর দু’টি প্রদর্শনী ছাড়াও আজ শনিবার থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা এবং সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ।
মূকনাট্য বা মাইমোড্রামা হচ্ছে মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্যপ্রযোজনা। সারবিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানা মতে, ব্যবহারিক গবেষণার মাধ্যমে মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম।
স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল, শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ^বিখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।
‘ম্যাকবেথ’-এর অভিনয় শিল্পীরা হলেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, অনিন্দ্য, অর্ক, মাসুদ, রুহুল, সাব্বির, হৃদয়, রকি প্রমুখ। ঐতিহ্যের ধারায় গবেষণাগার নাট্যপদ্ধতিতে নির্মিত মূকনাট্য ‘ম্যাকবেথ’ প্রযোজনাটি স্বপ্নদল নাট্যাচার্য সেলিম আল দীনের স্মৃতির প্রতি উৎসর্গ করেছে।