×

লাইফ স্টাইল

বড়দিনে দ্য ওয়েস্টিন ও শেরাটনে উৎসব আয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

বড়দিনে দ্য ওয়েস্টিন ও শেরাটনে উৎসব আয়োজন

ছবি : সংগৃহীত

   

যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন ২৫ ডিসেম্বর। এ বড়দিনে দ্য ওয়েস্টিন ও শেরাটন ঢাকায় উৎসব আয়োজন করেছে। দিনটি উপলক্ষে (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে থাকবে বিনোদনের হরেকরকম ব্যবস্থা।

আনন্দ এবং উৎসবের আবহে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে বড়দিন। এবারের বড়দিনে পাঁচ তারকা এ হোটেলে থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজন। টিকেটের মূল্য পড়বে জনপ্রতি ২,৫০০ টাকা। 

শিশুদের জন্য এই আয়োজনে থাকছে ইন্টারঅ্যাকটিভ গেমস। যা শিশুদের কল্পনাশক্তি বাড়াতে এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখাতে উদ্বুদ্ধ করবে। এছাড়াও লাইভ এন্টারটেইনমেন্টের আওতায় শিশুদের বিনোদনের জন্য থাকছে মন্ত্রমুগ্ধকর জাদু এবং পাপেট শোয়ের লাইভ পারফরমেন্স। এদিন শিশুদের জন্য সুস্বাদু এবং বড়দিনের থিমে স্ন্যাকস এবং পানীয় সরবরাহ করবে দ্য ওয়েস্টিন ঢাকা। খুদে অতিথিদের জন্য থাকবে উপভোগ্য সব খাবারের সমাহার।

২৪ ডিসেম্বর থেকেই দ্য ওয়েস্টিন ঢাকার প্রতিটি কোণে থাকছে বড়দিনের আনন্দ উপভোগের ব্যবস্থা। এদিন হোটেলটির দ্য লিভিং রুমে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ক্রিসমাস ক্যারোল। ক্রিসমাস ব্রাঞ্চে খরচ পড়বে জনপ্রতি ৬,৪৫০ টাকা এবং নৈশভোজ জনপ্রতি ৮,৯৫০ টাকা। এর পাশাপাশি গ্রাহকরা ২৫-২৭ ডিসেম্বর ক্রিসমাস বার-বি-কিউ নাইটে অংশ নিতে পারবেন জনপ্রতি ৬,০০০ টাকায়।

বড়দিনের উৎসব আরো আনন্দময় করে তুলতে শেরাটন ঢাকায়ও আয়োজন করা হয়েছে চমৎকার কিডস পার্টি। মনোমুগ্ধকর এই আয়োজনে থাকবে দারুণ সব গেম, মজার মজার খাবার আর নানা লাইভ আয়োজন।

২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোটেলটির আলফ্রেস্কো – লেভেল ১৪ এ আয়োজিত হবে এই অনুষ্ঠান। ২ বছরের ঊর্ধ্বে  সবার টিকেটের মূল্য পড়বে জনপ্রতি ৩ হাজার টাকা।

বড়দিনের আয়োজনে গেম, মজার মজার খাবারের পাশাপাশি থাকবে দারুণ সব উপহার, সান্তাক্লজ, ইনডোর গেমস ও রাইডস, সৃজনশীল প্রতিযোগিতা, জাদু ও পাপেট শো এবং আরো নানা চমক।

পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করার একটি আদর্শ সুযোগ ক্রিসমাস কিডসমাস। ক্রিসমাস বুফে ডিনারে খরচ পড়বে জনপ্রতি ৯,৯৫০ টাকা ও  ক্রিসমাস বুফে ব্রাঞ্চের জন্য গ্রাহকদের গুনতে হবে জনপ্রতি ৭,৪৫০ টাকা। এই উৎসব চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।  


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App