সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিক মিয়া (২০) নামের এক শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জের জেষ্ঠ্য বিচারিক হাকিম নূর মোহসীন এ আদেশ দেন।
ওইদিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে তিন দিন মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, রিমান্ড শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সময়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবেন।
আরো পড়ুন : সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ
মামলার বিবরণে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন গত ৪ অগাস্ট বিকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকুলনগর পশ্চিমপাড়ায় তাকে দাফন করা হয়৷
ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২২ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আশিকের মা কুলসুম বেগম। সাবেক আইনমন্ত্রী আনিসুল এ মামলায় ৪ নম্বর আসামি।