×

আইন-বিচার

আরো ৩ মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ইমরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম

আরো ৩ মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ইমরান

সিলেট আদালতে সাবেক মন্ত্রী ইমরান আহমদ। ছবি : সংগৃহীত

   

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে হত্যা মামলাসহ আরো তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেটের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন।

ওইদিন সকালে তার জামিন আবেদন করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলম।

তিনি বলেন, ইমরান আহমদকে সিলেট কোতোয়ালি থানার একটি হত্যা মামলা ও গোয়াইনঘাট উপজেলার একটি হত্যা ও মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলো হয়েছিল।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এ সময় আসামির পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ৫ অগাস্ট সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় পঙ্কজ দেবনাথ নামের এক যুবক মারা যান।

এ ঘটনায় করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী ইমরান আহমদকে ৭ নম্বর আসামি করা হয়।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিজিবি ক্যাম্প এলাকায় সংঘর্ষে সুমন আহমদ নিহত হন। এ ঘটনায় সুমনের বাবা আব্দুন নুর বিলাল বাদী হয়ে হত্যা মামলা করেন। যেখানে ইমরান আহমদকেও আসামি করা হয়। এছাড়া গোয়াইনঘাট থানায় মারামারির মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App