ছাত্রলীগের ৫ জনসহ মহিলা আ. লীগের সভাপতি গ্রেপ্তার

পলাশ হোসেন, পাবনা
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

ছবি: ভোরের কাগজ
পাবনার আতাইকুলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করার সময় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকর্মীসহ ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা পলিটেকনিক্যাল কলেজের ছাত্রলীগ সভাপতি ও আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম, ছাত্রলীগকর্মী একই গ্রামের আলীর ছেলে তপু রায়হান, বিল্লাাল মৃধার ছেলে শাকিল মৃধা, দুবলিয়া গ্রামের শাজাহানের ছেলে শাউন রেজা, টাটিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আমিরুল ইসলাম।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আরো পড়ুন: সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই: ভিপি নূর
শুক্রবার রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম।
আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে শ্রীকোল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮/১০ জনের একটি দল জয় বাংলাসহ বিভিন্ন ভয়ভীতির শ্লোগান দিচ্ছিল। এসময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুুপুরে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। অন্যদের আটকের অভিযান অব্যহত রয়েছে।