নতুন মামলায় মেনন ও কামরুলসহ গ্রেপ্তার ৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

ফাইল ছবি
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে পৃথক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রাজধানীর পৃথক পৃথক থানায় দায়ের করা পাঁচ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আরো পড়ুন: ফের রিমান্ডে পলক
জানা গেছে, রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টার মামলায় অ্যাডভোকেট কামরুল ইসলাম, মতিঝিল থানায় দায়ের করা মামলায় রাশেদ খান মেনন, চকবাজার থানায় দায়ের করা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মশিউর রহমান এবং উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
উল্লেখ্য, বর্তমানে এরা প্রত্যেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সূত্র: বাসস।