মির্জা ফখরুলের রোডমার্চে হামলা
সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোডমার্চের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২১ অক্টোবর) চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈনউদ্দিন লিটনের করা মামলায় প্রধান আসামি করা হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। এছাড়া তার পুত্র সাবেক এমপি মাহবুবুর রহমান রুহেল, বারইয়াহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা এসআই হান্নান মামুন জানান, ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চকালে হামলার বিষয়ে উক্ত মামলার এজাহার নথিভুক্ত হয়।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ওই মামলায় বারইয়াহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিনকে ওই মামলায় আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।