×

আইন-বিচার

জাবি প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:১৪ পিএম

জাবি প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে মারধরের শিকার শামীম মোল্লা। ছবি: সংগৃহীত

   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শামীমের বড় ভাই মো. শাহিন আলম এ মামলা করেন। গত ৯ অক্টোবর, বুধবার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। আদালত আশুলিয়া থানা-পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। এছাড়া নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল, প্রক্টর এ কে এম রাশিদুল আলম, ছাত্র আহসান লাবিবসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। শাহিন আলম বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তিনি এই অভিযোগগুলো করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে শামীম মোল্লাকে মারধর করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় ও প্রক্টর অফিসে নিয়ে প্রায় ৩ ঘণ্টা রাখা হয়। সেখানে তাকে ৩ দফায় মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। সেদিন রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়া থানা-পুলিশ তাকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিম মোল্লাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ক্ষমতা পাকাপোক্ত করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এ ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে এবং তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে। নতুন মামলায় প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও আরো কয়েকজন শিক্ষার্থীর নাম যুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App