×

আইন-বিচার

সজ্জন রাজনীতিক সাবের হোসেন চৌধুরী মুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সজ্জন রাজনীতিক সাবের হোসেন চৌধুরী মুক্ত

ছবি : ভোরের কাগজ

   

দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী সজ্জন রাজনীতিবিদ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে পল্টন ও খিলগাঁও থানার ৬টি মামলার শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন। পরে সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকে তাকে মুক্তি দেয়া হয়। এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে সাবের হোসেন চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। সোমবার পল্টন থানার মকবুল হত্যা মামলায় তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্র্তা। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়লে গতকাল বিকালে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। অসুস্থ ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত হওয়ায় এবং ব্যক্তি বিবেচনায় শুনানি শেষে ৬ মামলার সবকটিতে আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত এলাকা থেকে মুক্ত হওয়ার পর তিনি বাসায় রয়েছেন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বিগত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ছিলেন। তিনি পাঁচবারের সাবেক এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোর্শেদ আলম শাহীন বলেন, আদালতে মোট ৬টি মামলার জামিন শুনানি করা হয়। শুনানির সময় আমরা আদালতকে বলেছি- এই মামলাগুলোতে যে অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে সাবের হোসেন চৌধুরী জড়িত নন। এমনকি এসব ঘটনার বিষয়ে অবগতও নন। তিনি বাংলাদেশসহ বিশ্বের একজন পরিচিত রাজনীতিবিদ হিসেবে উজ্জ্বল নক্ষত্র। বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নৌ পরিবহন উপমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এবং সবশেষ সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি একজন দেশপ্রেমিক। দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে গেছেন।

এছাড়াও সারাবিশ্বের পার্লামেন্ট মেম্বারদের সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। সব সময় দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। আদালত ৬ মামলায় তাকে জামিন দেয়ায় আইন ও আদালতের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে। এ ঘটনার মধ্য দিয়ে ব্যক্তি নয়; বিচার হয় অপরাধের ওপর ভিত্তি করে- সে বিষয়টি জাতির সামনে আবারো উপস্থাপিত হলো। আদালতও প্রতীয়মান হতে পেরেছেন, সাবের হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ষড়যন্ত্রমূলক। এজন্য সব মামলায় জামিন দিয়েছেন। এর ফলে মুক্তিতে আর কোনো আইনগত বাধা না থাকায় আদালতের হাজতখানা থেকেই মুক্তি পান সাবের হোসেন চৌধুরী। ৫ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার ৪ মামলায় জামিন দেন। এছাড়া পল্টন থানার দুটি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান। এর মধ্যে খিলগাঁও থানার দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। পল্টন থানার দুটি হত্যা মামলা।

উল্লেখ্য, দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী নিহতের মামলায় সোমবার ৫ দিনের রিমান্ডে যাওয়া সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে গতকাল আদালতে হাজির করা হয়। পরে সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। তাই আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হলো। ভবিষ্যতে আসামির সুস্থতা সাপেক্ষে পুনরায় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে, খিলগাঁও থানার চার মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App