শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ রিমান্ডে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পিএম

সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরেরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশের ডাক দেয়। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আহ্বান করে। বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানোর জন্য পুলিশ সহায়তা করে, যাতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এ হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন: সম্পদের নেশায় মজে থাকা পুলিশের ডিআইজি জামিলের বিরুদ্ধে অনুসন্ধান
আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কও ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।