×

আইন-বিচার

শ্যামল দত্তের অসুস্থতার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

শ্যামল দত্তের অসুস্থতার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত

   

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের অসুস্থতার বিষয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে শ্যামল দত্তকে অসুসস্থতার জন্য হাসপাতালে সুচিকিৎসা দিতে আবেদন করেন তার আইনজীবী শ্যামল কান্তি সরকার। 

শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। একইসঙ্গে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে জেলখানার ডাক্তারের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আসামির স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী শ্যামল কান্তি সরকার বলেন, আমরা শ্যামল দত্তকে চিকিৎসার জন্য আবেদন করলে বিচারক এ আদেশ দেন। প্রতিবেদন পাওয়ার পর আশা করছি তিনি চিকিৎসার সুযোগ পাবেন। কারণ তিনি খুবই অসুস্থ। 

আরো পড়ুন: ময়নাতদন্তের রিপোর্ট: আবু সাঈদের মৃত্যুর কারণ জানা গেলো

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ফজলু নামে এক যুবকের নিহতের ঘটনায় রাজধানীর ভাষানটেক থানায় দায়ের করা হত্যা মামলায় গত সোমবার ৭ দিনের রিমান্ড শেষে শ্যামল দত্তকে কারাগারে পাঠান আদালত। এরপর তাকে কেরাণিগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া এলাকা থেকে শ্যামল দত্তকে আটক করা হয়। এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সরকার পতনের পর ভাষানটেক থানাধীন এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে ফজলু মারা যান। 

পরে গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর ভাই সবুজ বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৬৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ২৮ নম্বর আসামি হিসেবে শ্যামল দত্তকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে ঘটনার সময় শ্যামল দত্ত ঢাকায় ছিলেন না বলে আদালতে শুনানিতে দাবি করেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App