আনিসুল-পলক ৩, মানিক ৬ মামলায় গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ এএম

আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীতে পৃথক ছয় হত্যা মামলায় ও বাড্ডা থানার দুই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী আদালত এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মানিকের ৬ মামলার মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলা রয়েছে।
এদিন সকাল ৮টার পর তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। আসামিদের মধ্যে নিজেকে নির্দোষ দাবি করে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আদালতে শুনানি চলাকালে বলেন, ‘আমি নিরপরাধ। এসব মামলা মিথ্যা, বানোয়াট।’
আরো পড়ুন : নতুন মামলায় গ্রেপ্তার হলেন আনিসুল-সালমান-মামুন-পলক-মানিক
শুনানি শেষে আদালত আসামিদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এরআগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কয়েক দফায় রিমান্ডে নেয়া হয়।
অন্যদিকে গত ২৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে সেখানকার মামলায় রিমান্ডে নেয়া হয়।