×

আইন-বিচার

ট্রাইব্যুনাল থেকে সরাসরি প্রচার করা হবে শেখ হাসিনার বিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ট্রাইব্যুনাল থেকে সরাসরি প্রচার করা হবে শেখ হাসিনার বিচার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

   

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি, হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে হতাহতদের তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই মধ্যে তদন্ত সংস্থার পক্ষ থেকে তথ্য চেয়ে সারাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থান এবং জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর কর্মক্ষেত্রে যোগদানের প্রথম দিন গত রবিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সব আলামত সংগ্রহ করা তাদের প্রধান চ্যালেঞ্জ। পরে সন্ধ্যায় এক বৈঠকের পর চিফ প্রসিকিউটর জানান, ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ দায়ীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

গতকাল সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন শেখ হাসিনাসহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। এক্ষেত্রে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না। ন্যায়বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা করা দরকার সেটা করা হবে। প্রসিকিউশন টিম এরই মধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতাল পরিচালকদের কাছেও হতাহতদের তথ্য চাওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে। তদন্তের স্বার্থে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়ে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্যই এই (গণহত্যার বিচার) উদ্যোগ। যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এ গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন। সাক্ষীরাও সাক্ষ্য দিতে আগ্রহী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারে এই সরকারের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। কোনো রাজনৈতিক অভিলাষ নেই। ছাত্র-জনতার সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিচার হওয়াই মূল লক্ষ্য।

সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার

এদিকে সন্ধ্যায় উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, প্রথমবারের মতো দেশের আদালতে ক্যামেরা বসবে। জুলাই-আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। যে কেউ তা দেখতে পারবে যে কোনো জায়গা থেকেই। বিচারের স্বচ্ছতার স্বার্থে সরকার যা প্রয়োজন তাই করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App