
প্রিন্ট: ০২ মে ২০২৫, ১২:১৪ পিএম
আরো পড়ুন
১৬ লাখ টাকা পরিশোধ করেছেন রাফসান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:৪৯ পিএম

ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই।
অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাতকারী ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করে আদালত ছেড়েছেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ৭ দিনের মধ্যে কোমল পানীয় ‘ব্লু’ এর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তারা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।
এর আগে বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই।
অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাতকারী ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করে আদালত ছেড়েছেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ৭ দিনের মধ্যে কোমল পানীয় ‘ব্লু’ এর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তারা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।
এর আগে বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেন।