সোবহান-আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:১৭ পিএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) এ মামলাটি করেন মোছা. মাছুমা নামে একজন নারী। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা।
মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ ১৮০ জন।
মামলার এজহারে মোছা. মাছুমা উল্লেখ করেছেন, গত ১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান।
আরো পড়ুন : শেখ হাসিনাসহ ১৭৮ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা