×

আইন-বিচার

পিটার হাসকে হুমকি, সেই চেয়ারম্যানের সম্পদ জব্দের আদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১১:৫২ এএম

পিটার হাসকে হুমকি, সেই চেয়ারম্যানের সম্পদ জব্দের আদেশ

পিটার হাসকে হুমকিদাতা চেয়ারম্যানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত

   

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে মারধরের হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগমের ‘অবৈধভাবে অর্জিত’ স্থাবর সম্পদ জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। এ আদেশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৮ জুলাই বাঁশখালী উপজেলা সাব-রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি জানান দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম।

মুজিবুলের ৬৭ লাখ ১৩ হাজার ৫৯১ টাকা এবং তার স্ত্রী সাহেদার ৭০ লাখ ৯৯ হাজার ৬২২ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দে আদালতে আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।

আরো পড়ুন : আবু সাঈদ হত্যা মামলায় ছাড়া পেলেন সেই শিক্ষার্থী

এর আগে, একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মুজিবুলের দু’টি মামলা দায়ের করেন। একটি মামলায় মুজিবুলের পাশাপাশি তার স্ত্রীকে আসামি করা হয়।

দুদকের দায়ের করা একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি মুজিবুল জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর অর্জন করে ভোগ-দখলে রেখেছেন। এটি দুদক আইনের ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। 

অন্য মামলার এজাহারে উল্লেখ করা হয়, মুজিবুলের স্ত্রী সাহেদা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকার সম্পদ উপার্জন করে ভোগ-দখলে রেখেছেন। এটি দুদক আইনের ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয় মামলায় স্ত্রীর নামে অবৈধ সম্পদ উপার্জনে সহযোগিতা করায় মুজিবুলের বিরুদ্ধে দণ্ডবিধি ১০৯ ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়।

গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। ওই সমাবেশে তিনি বলেন, পিটার হাস বলছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। পিটার হাস আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ইমান বেচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।

এই অভিযোগে গত ১৩ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এবং ২৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে আলাদা মামলার আবেদন করা হয়। তবে, দু’বারই মামলার আবেদন খারিজ করে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App