×

খুলনা

যশোরে এক বছরেই ৩২ জন এইডসে আক্রান্ত

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর (শহর) থেকে

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

যশোরে এক বছরেই ৩২ জন এইডসে আক্রান্ত

ছবি: ভোরের কাগজ

   

যশোরে ২০২৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩২ জন এইডস রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৯ জন নারী এবং ২৩ জন পুরুষ। আক্রান্ত পুরুষদের মধ্যে ১৪ জন সমকামি এবং এই সংখ্যার অধিকাংশ (১১ জন) ছাত্র।

এ বিষয়ে যশোর সিভিল সার্জন অফিসের জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, শুধু ২৪ সালেই আক্রান্ত হয়েছেন ৩২ জন। যাদের মধ্যে ৫ জন ওই বছরের বিভিন্ন সময়ে মারা গেছেন। তবে আশঙ্কাজনক বিষয় হচ্ছে আক্রান্তের মধ্যে ১৪ জন সমকামি রয়েছেন। যাদের ১১ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। এছাড়া ১০ জন আছেন যারা নিয়মিত ভারত যাতায়াত করেন। আর আক্রান্ত ৯ জন নারীর মধ্যে কোনো পতিতা নেই।

তিনি আরো বলেন, যশোরে এ যাবৎ মোট এইডসে আক্রান্তের সংখ্য ১১৮ জন। খুলনা বিভাগে এইডস রোগের চিকিৎসার জন্য এআরটি সেন্টার রয়েছে দুটি। যার মধ্যে একটি যশোরে অন্যটি খুলনায়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যশোরে এই এআরটি সেন্টার চালু হয়। তবে এই রোগ শনাক্তের জন্য খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং মাগুরাতে এইচটিসি বা এইচ আইভি টেষ্টিং সেন্টার রয়েছে। এবং বর্তমানে অন্যান্য জেলার রোগীসহ যশোরে মোট ১৯৭ জন এইডস রোগী চিকিৎসা নিচ্ছেন।

দীর্ঘ মেয়াদি এবং ফ্রি এই রোগের চিকিৎসাধীন সব রোগীর পরিচয় গোপন থাকে। এমনকি তার পরিবারের লোকজনকেও জানতে দেয়া হয়না। তাকে প্রত্যহ কাউন্সিলিং করা হয়। তারপরেও এই রোগের ফলে মৃত্যু অবসম্ভাবি বলেও জানান তিনি। 

মেডিকেল অফিসার জানান,  গত ১ ও ২ ডিসেম্বর যশোর সিভিল সার্জন অফিসে এইডস রোগের ফি টেষ্টিং ক্যাম্পেইন ছিল। কিন্তু আশানুরুপ রোগী এই রোগের পরীক্ষা করা থেকে বিরত থাকেন। লোক লজ্জার ভয়েই তারা এটি করে থাকেন বলেই অনেকে মনে করেন।

আরো পড়ুন: মুক্তি পেলেন কারাগারে থাকা ৬৪ ভারতীয় জেলে

আরো পড়ুন: গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার

এইডসের বিষয়ে ২৯ ডিসেম্বর হাসপাতালের বিদায়ি তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ দৈনিক ভোরের কাগজকে বলেন, আমাদের অত্র অঞ্চলে (যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল) আগে শুধুমাত্র খুলনাতে এ রোগের পরীক্ষা ও চিকিৎসা হতো। তবে এখন যশোর ২৫০ শয্যা হাসপাতালেও হচ্ছে। বর্তমানে এখানে ১৯৭ জন এইচআইভি পজেটিভ রোগীর চিকিৎসা চলমান। তিনি বলেন, যশোরে এই প্রথমবারের মত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ, মাদ্রাসা এবং নার্সিং) ছাত্রদের আক্রান্তের বিষয়টি প্রকাশ পেয়েছে। যারা সবাই সমকামি। 

তাদের সমকামিতার বিষয়ে জানতে চাইলে সেখানে উপস্থিত হাসপাতালের (চর্ম ও যৌন) চিকিৎসক ডাক্তার তৌহিদুল ইসলাম জানান, কিছুদিন আগে এমনই এক রোগীকে চিকিৎসা দেয়ার সময় তার পায়ুপথের উপসর্গ দেখে কারণ জিজ্ঞাসা করলে সে সমকামিতার কথা স্বীকার করে।

জানতে চাইলে যশোরের নবাগত সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা বলেন, এইডস রোগ যেমন আতঙ্কের তার চেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কের বিষয় হচ্ছে সমকামিতা। এই ইন্টারনেট দুনিয়ায় সমকামিতা একটি ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। এখনই সময়, এখনই যদি যশোরের সব শ্রেনী পেশার মানুষ বিশেষ করে শিক্ষক, অভিভাবক, চিকিৎসক আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, সাংবাদিক, ব্যবসায়িসহ সবাই মিলে একসঙ্গে সমকামিতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে ব্যর্থ হই তবে এই মরণব্যাধি এইডসসহ অন্যান্য রোগ দ্রুত ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে।

এইচআইভি প্রধানত যৌনবাহিত রোগ হলেও, এই ভাইরাস রক্তদান এবং জন্ম বা স্তন্যপান করানোর সময়ও পরিবাহিত হতে পারে। এছাড়া একই সিরিঞ্জের মাধ্যমে একাধিক ব্যক্তির মাদক গ্রহণেও এইডসে আক্রান্ত হতে পারে।

এইচআইভি ভাইরাস

প্রধানত মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান কোষগুলো যেমন সিডি৪+ কোষগুলোকে আক্রমণ করে। যথাযথ রোগ নির্ণয়, চিকিৎসা এবং সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা এইডস নিয়ন্ত্রণে অপরিহার্য। তবে এই রোগ সম্পূর্ণ দূর করা এখনো সম্ভব নয়। জানা যায়, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) হচ্ছে এমন এক ধরনের ভাইরাস যা মানুষের ইমিউন সিস্টেম দুর্বল করে এইডস রোগ সৃষ্টি করে। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এইচআইভিকে এইডসের চূড়ান্ত পর্যায়ে যাওয়া থেকে রোধ করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App