×

খুলনা

যশোরে চাঁদাবাজ সেলিম অস্ত্রসহ আটক

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর শহর প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

যশোরে চাঁদাবাজ সেলিম অস্ত্রসহ আটক

ছবি: ভোরের কাগজ

   

যশোরের চৌগাছার শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী সেলিম হোসেন ওরফে চাঁদাবাজ সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার দখলে থাকা একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড তাজা বুলেট, একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর পুলেরহাট থেকে মেজর সঞ্চয়ননের নেতৃত্বে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী সেলিম রেজাকে তার ডেরা আনোয়ার হোসেনের পুকুরপাড় এলাকা থেকে আটক করা হয়। সেলিম চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই সেলিম বেপরোয়া হয়ে উঠেছে। নিত্যদিন সেলিমের চাঁদা আদায় থেকে শুরু করে পুকুর ঘের দখল, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। 

আরো পড়ুন: সময় টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতির ইন্তেকাল

স্থানীয় সূত্র বলছে, সেলিমের চাঁদাবাজি ও লুটপাটের হাত থেকে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগসহ কোনো দলের লোকজনেরই রেহাই নেই। সূত্র বলছে ভাদড়া গ্রামের আওয়ামী সমর্থিত নিরীহ জনসাধারণের নিকট থেকে প্রায় ১০ লাখ টাকা, বিএনপি সমর্থক আজিজুর রহমান কালুর বউয়ের নিকট থেকে ২ লাখ টাকা, জামায়াতে ইসলামী সমার্থক রফিকুলের নিকট ৩০ হাজার টাকা চাঁদা নিয়েছেন এই সেলিম। 

এছাড়া ভাদড়া গ্রামের আওয়ামী সমার্থকদের পুকুর দখল করে ১০ লাখ টাকার মাছ, ধুলিয়ানী ইউনিয়নের পশু ডাক্তার আনোয়ার হোসেনের ১ বিঘা পুকুরের মাছ বিক্রি করে নিয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। এছাড়া ভাদড়া গ্রামের এক ব্যক্তির নিকট থেকে একটি মোটরসাইকেল পালসার (ডাবল ডিস্ক) ও একটি স্যামসং মোবাইল কেড়ে নিয়েছে এই সেলিম। সেলিম শুধু ধুলিয়ানী ইউনিয়ন থেকেই প্রায় ১ কোটি টাকা চাঁদাবাজির করেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন সাংবাদিকদের বলেন, যৌথ বাহিনীর অভিযানে সেলিমকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App