×

খুলনা

যশোরে ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ডিসি অফিস ঘেরাও

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর শহর প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম

যশোরে ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ডিসি অফিস ঘেরাও

ছবি: ভোরের কাগজ

   

যশোরের দুঃখ ভবদহ ফের তলিয়ে যাওয়ায় এ অঞ্চলের তিন লক্ষাধিক মানুষ আবারো জলবদ্ধতার শিকার হয়েছে। গত দু’বছর এই জলাবদ্ধতা না থাকলেও গত দেড় মাসের টানা বৃষ্টিতে আবারো এ অঞ্চল তলিয়ে ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। বেশিরভাগ ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি ও মাছের ঘের প্লাবিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকার মানুষ পরিবারের সদস্যরা ও গরু-বাছুর নিয়ে সড়কে থাকেন। পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। অভিযোগ রয়েছে, চার দশকে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও এ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি বরং বেড়েছে দ্বিগুন।

এমন পরিস্থিতিতে ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণসহ ছয় দফা দাবিতে যশোর কালেক্টরেট ভবনের (ডিসি অফিস) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জলমগ্ন এলাকার বাসিন্দারা। রবিবার (৬ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে ব্যানার-ফেস্টুন, লাঙল, মই ও আঁচড়াসহ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 

এ সময় হাজার হাজার ভবদহবাসী ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।

আরো পড়ুন: তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা

অবস্থান কর্মসূচি চলাকালে নেতারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, অন্যদিকে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) ও পানিসম্পদ মন্ত্রণালয় ভবদহ স্লুইস গেট থেকে ৫০-৬০ কিলোমিটার নদী হত্যা করেছে। ওই এলাকার কতিপয় ঘের মালিক, ঠিকাদার ও পাউবোর কর্মকর্তারা একটি সিন্ডিকেট বানিয়ে লুটপাটের উৎসব বসিয়েছে। তাদের কারণে আজ সেখানকার মানুষ জলমগ্ন। এই মূর্হতে পানি সরানোর কাজে পাম্প চালু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সংগঠনটির উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু বলেন, পাম্প দিয়ে পানি সরানো যাবে না। এই সমস্যা সমাধানে এই মুহূর্তে বিল কপালিয়ায় আরএম চালুর কোনো বিকল্প নেই। ইতোমধ্যে পাউবো প্রায় ৪৫ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। সেখানে প্রায় ১৮ কোটি টাকার স্কেভেটরের কাজ বাদে অন্য টাকা লুটপাট হয়ে যাবে।

মানববন্ধনে কৃষক নেতারা বলেন, পাউবো বলেছিল, ডিসেম্বরে আপনারা রোপা চাষ করতে পারবেন। কিন্তু এখনও ভবদহ এলাকার লাখ লাখ একর জমি পানির নিচে, হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন, ৪০-৫০টি স্কুল-কলেজে পানি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপাঙ্কর দাস রতন বলেন, ‘আদিকাল থেকে দেখে আসছি বাড়ির উঠানে দাদা দিদার সঙ্গে বাচ্চাদের খেলা করতে। এখন ওই অঞ্চলের প্রতিটি বাড়িতে মাজা সমান জল। কোন বিয়ে ধর্মীয় উৎসব করতে পারছে না। এমনকি কেউ মারা গেলে দাহ বা কবর দিতেও পারছে না। বছরের পর বছর রাজনীতিবীদরা প্রকল্প এনে লুটপাট করেছে; কার্যত কোন সমস্যা সমাধান হয়নি। পাম্প দিয়ে পানি সরানো যাবে না। এই সমস্যা সমাধানে এই মুহূর্তে বিল কপালিয়ায় টিআরএম চালুর দাবি জানান।

আরো পড়ুন: ৬ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

এদিকে, অবস্থান কর্মসূচি চলাকালে নেতারা তাদের দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে দেখা করতে গেলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাদের সঙ্গে দেখা করেন না। এক পর্যায়ে ক্ষুদ্ধ হয়ে ডিসির পদত্যাগ চেয়ে নানা স্লোগান শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচির প্রায় আড়াই ঘন্টা পর আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় তিনি তোপের মুখে পড়েন। উত্তেজিত আন্দোলনকারীরা ডিসির উপস্থিতিতে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এসময় উত্তেজিত আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ডিসি বলেন, বিগত যেসব প্রকল্প নেয়া হয়েছে, কার্যত কোন সুফল মিলেনি। সমাধানের নামে ফ্যাসিবাদী সরকারগুলো লুটপাট করেছে। ভবিষ্যৎ ভবদহবাসীর সমস্যা সমাধানে যে প্রকল্প নিবে; সেটা জবাহদিহিতার সঙ্গে কাজ করা হবে। একইসঙ্গে প্রকল্প গ্রহণের পূর্বে ভুক্তভোগীদের মতামত নেয়া হবে। তিনি সমস্যাটির সমাধানের আশ্বাস প্রদান করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে মোবাইল ফোনে কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

এ সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি পূর্বে ভবদহ এলাকা ঘুরে এসেছি। তাদের দুঃখ সরেজমিনে দেখে এসেছি। বিগত সরকারগুলো এতোদিন সমস্যার আশপাশ দিয়ে ঘুরেছে। এখন আর সেই পথে হাঁটা হবে না। আমিও বিগত সময়ে ভবদহবাসীর সঙ্গে আন্দোলন করেছি। এই সমস্যা চিরস্থায়ী সমাধানের জন্য উপদেষ্টা পরিষদে তুলে ধরবো। আপনারা আন্দোলন প্রত্যাহার করেন। একইসঙ্গে তাদের সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, এই এলাকার মানুষ জলে ডুবে মরবে আর গুটিকয়েক স্বার্থান্বেষী মানুষ লুটেপুটে খাবে, এমন পরিস্থিতি চলতে দেয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত জলমগ্ন ভবদহবাসীর পক্ষে ফলাফল না আসবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App