×

খুলনা

লুটপাট-অগ্নিসংযোগের দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৮:৪৪ পিএম

লুটপাট-অগ্নিসংযোগের দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা

ছবি: ভোরের কাগজ

   

সাতক্ষীরায় লুটপাট-অগ্নিসংযোগের দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের শহিদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষে সমন্বয়ক আল ইমরান এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরায় হামলা, ভাংচুর ও হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন। এসময় অন্যান্য সমন্বয়ক ছাড়াও সাধারণ ছাত্ররা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের পক্ষে। ছাত্রদের দাবি আদায়ের পক্ষে। আমরা কোনো দলীয় এজেণ্ডা বাস্তবায়ন করতে চাই না। এ সংস্কারকে কেন্দ্র করে যে হত্যাযজ্ঞ ও ভাংচুর লুটপাট হয়েছে তা অত্যান্ত দু:খজনক। এর কোনো দায় নেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

আরো পড়ুন: মিরসরাইয়ে আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, আগুন

তিনি অগ্নিসংযোগসহ লুটপাটকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের সম্পদ নষ্ট করবেন না। তারা আরো বলেন, সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরে কমিটি করে দেয়া হচ্ছে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রতিরোধ কমিটি করে দেয়া হবে যাতে করে কেউ কোনো সরকারি প্রতিষ্ঠান লুটপাট ও সংখ্যালঘুদের ওপরে হামলা না করে। 

এর আগে সাতক্ষীরার সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে দেখা করে ছাত্র-ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানতে চান, এই আন্দোলনে কেন শিক্ষকরা তাদের পাশে ছিলেন না এবং শিক্ষকদের থেকে কেন পুলিশ প্রশাসনকে আন্দোলনকারীদের তালিকা দেয়া হয়েছিল? এ ব্যাপারে শিক্ষকরা তাদেরকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এসময় তারা এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App