অক্সিজেন সরবরাহে অবহেলা হলে ফাঁসি: দিল্লি হাইকোর্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৭:০৬ পিএম
করোনাভাইরাস রোগীদের অক্সিজেন সরবরাহে অবহেলা ধরা পড়লে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনো আমলাকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার (২৪িএপ্রিল) হুঁশিয়ারি দিয়েছে আদালত। খবর আনন্দবাজার পত্রিকার। পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছাবে তাও কেন্দ্রকে স্পষ্ট করে জানাতে বলা হয়েছে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউকে ‘সুনামি’ আখ্যা দিয়ে দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না।
গত দুদিনে রাজধানীর দিল্লিতে দুটি হাসপাতালে অক্সিজেনের অভাবে অন্তত ৪৫ জন করোনা রোগীর মৃত্যু হছে। রোগীদের বাঁচাতে সরকারের কাছে অক্সিজেন চেয়ে আবেদন করেছে দেশটির হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট এ হুঁশিয়ারি দিয়েছে।