×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির সমালোচনা মাহাথির মোহাম্মদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭ এএম

যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির সমালোচনা মাহাথির মোহাম্মদের

মাহাথির মোহাম্মদ

   

মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। আনাদোলু সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

এর আগে এক্স-এ (আগের টুইটার) এক পোস্টে মাহাথির বলেন, আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সব নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না।   

গাজার ওপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আবারও মহান হতে চাওয়া আমেরিকা ইসরায়েলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ।

১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েলের যুদ্ধ বন্ধ রেখেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরো তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। 

আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদেরকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া শুরু হয়েছে। এর মধ্যে অনেকে পশ্চিম তীরে গেছে। আর বেশিরভাগই গাজায় যাচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসেএরই মধ্যে গাজায় পৌঁছেছে।

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ইতোমধ্যে ৪৮ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

এই পুরো বিষয়টিতে মানবসভ্যতারই ব্যর্থতা দেখছেন মাহাথির মোহামাদ। তিনি বলেছেন, ‘ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে… তা আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে সেই দেশগুলো, যারা মানবাধিকার, মানুষের জীবনের পবিত্রতা এবং নিষ্ঠুরতার প্রতি ঘৃণার বড় বড় বুলি আওড়ায়। 

আমরা দেখছি, হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখি, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলো বোমা ও রকেট হামলার শিকার হচ্ছে। হ্যাঁ। সভ্যতা ব্যর্থ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App