ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে: ট্রাম্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা হয়তো একটি চুক্তি করতে পারে, হয়তো নাও করতে পারে। তারা চাইলে রাশিয়া হতে পারে, আবারো নাও হতে পারে।
প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তির পক্ষে প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। এ লক্ষ্যে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ সপ্তাহের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন।
ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতার প্রস্তাব প্রস্তুত করছেন। তার বিশেষ দূত কিথ কেলোগ ২০ ফেব্রুয়ারি ইউক্রেনে আসবেন বলে জেলেনস্কির দপ্তরের একটি সূত্র জানিয়েছে।
এদিকে, ইউক্রেনকে দেয়া মার্কিন সহায়তার বিনিময়ে ট্রাম্প লাভের প্রত্যাশা করছেন। তিনি বলেন, আমরা সেখানে এত টাকা ঢালছি, আর আমি সেটা ফেরত চাই। ৫০০ বিলিয়ন ডলারের বিরল খনিজের বিনিময়ে সমঝোতা হতে পারে এবং তারা মূলত এতে সম্মত হয়েছে।
অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে চুক্তির আগে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। কিয়েভ আশঙ্কা করছে, যদি ন্যাটো সদস্যপদ বা শান্তিরক্ষী সেনা মোতায়েনের প্রতিশ্রুতি না থাকে, তাহলে রাশিয়া পুনরায় আক্রমণের জন্য সংগঠিত হতে পারে।
সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, শুধু ইউক্রেন নয়, পুরো স্বাধীন বিশ্বের জন্যই আমাদের নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা প্রয়োজন। তবে এখনো জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি আলোচনার কোনো উদ্যোগ নেননি।