×

আন্তর্জাতিক

হ্যারিকেও কি আমেরিকা ছাড়া করবেন ট্রাম্প?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

হ্যারিকেও কি আমেরিকা ছাড়া করবেন ট্রাম্প?

ছবি: সংগৃহীত

   

ব্রিটেনের রাজকুমার হ্যারি স্ত্রী মেগান মর্কেলকে নিয়ে বর্তমানে আমেরিকায় থাকেন। তাদেরও কি ‘অবৈধ’ অভিবাসী বলে দেশে ফেরত পাঠিয়ে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প নিজেই। তিনি জানিয়েছেন, এখনই তেমন কোনও ভাবনা নেই তার। খবর: নিউ ইয়র্ক পোস্টের।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছেন, আমি এখনই এ কাজটা করতে চাই না। তাকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন উনি। আর সমস্যা বাড়াতে চাই না।

২০২০ সালে হ্যারি এবং মেগান ব্রিটেনের রাজপরিবার ছেড়ে আমেরিকায় চলে যান। ক্যালিফর্নিয়ায় পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তারা। 

পরে হ্যারির আমেরিকার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ উঠে, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটেনের রাজকুমার। 

নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য তিনি গোপন করেছিলেন। আমেরিকার নির্দিষ্ট কিছু ভিসার আবেদনে অতীতে মাদক সেবনের রেকর্ড আছে কি না, জানতে চাওয়া হয়।

মাদক সেবন করে থাকলে ভিসা বাতিল করা হয়। হ্যারি ভিসার আবেদনে জানান, তিনি কোনো মাদক সেবন করেননি। কিন্তু বিতর্ক দানা বাঁধে তার আত্মজীবনী প্রকাশের পর। সেখানে মাদক সেবনের কথা উল্লেখ করেছিলেন ব্রিটেনের রাজকুমার।

আমেরিকার প্রেসিডেন্টের আসনে বসার আগেই হ্যারির ভিসা সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। তিনি ২০২৪ সালের শুরুর দিকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি ক্ষমতায় আসেন, ব্রিটেনের রাজকুমারের মিথ্যাভাষণের বিষয়ে পদক্ষেপ নেবেন।

হোয়াইট হাউসের চেয়ারে বসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছেন ট্রাম্প। শত শত মানুষকে অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করে তিনি নিজের দেশে ফেরত পাঠাচ্ছেন। 

এরইমধ্যে আমেরিকার সেনাবাহিনীর বিমানে ১০৪ জন ভারতীয়কেও ফেরত পাঠানো হয়েছে। এই অবৈধ অভিবাসীদের ‘অপরাধী’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। 

প্রশ্ন উঠেছে, হ্যারি-মেগানকেও কি তা হলে ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেবে আমেরিকা? যদি ভিসার আবেদনে হ্যারি মিথ্যা বলে থাকেন, তবে তার অভিবাসনও তো অবৈধ।  কিন্তু এখনই হ্যারির বিরুদ্ধে পদক্ষেপের বা তাঁকে আমেরিকা ছাড়া করার ভাবনা নেই ট্রাম্পের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App