×

আন্তর্জাতিক

শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, সংসদে তুমুল হইচই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ এএম

শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, সংসদে তুমুল হইচই

হাত-পা বাঁধা অবস্থায় ভারতীয়দের ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

   

যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে হাতকড়া ও শিকল পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনায় ভারতের সংসদে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিরোধী দলগুলো এই ঘটনাকে অমানবিক ও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে এবং সরকারের নীরব ভূমিকার সমালোচনা করেছে।

সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ তাদের স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর (এসওপি) অনুসারে এভাবে অভিবাসীদের ফেরত পাঠায়। তিনি উল্লেখ করেন, ২০১২ সাল থেকে এই নিয়ম চালু রয়েছে।

তিনি আরো জানান, আইসিই তাকে জানিয়েছে যে, নারী ও শিশুদের শিকল পরানো হয়নি এবং অন্যদের খাবার ও টয়লেট ব্যবহারের সময় হাতকড়া খুলে দেয়া হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন কিছু নয়। ২০০৯ সাল থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।

তবে বিরোধীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। কংগ্রেস সংসদ সদস্য মানিকরাম ঠাকুর বলেন, এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। আমেরিকা ভারতীয়দের অপরাধীর মতো ডিপোর্ট করেছে, যা সম্পূর্ণ অমানবিক।

কংগ্রেস নেতা শশী থারুরও সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানোর অধিকার আছে। তবে এভাবে শিকল বেঁধে ফেরত পাঠানো ভারতীয়দের জন্য অপমানজনক।

তৃণমূলের সংসদ সদস্য সাকেত গোখলে প্রশ্ন তোলেন, আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, অথচ কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসীদের সম্মানের সঙ্গে ফেরাচ্ছে। ভারত সরকার কেন কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে না? 

আরো পড়ুন: বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের শঙ্কা!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App