দোহায় গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

ছবি: সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের অন্যতম মুখপাত্র আব্দেল লতিফ আল-কানু মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ খবর জানিয়ে বলেছেন, দ্বিতীয় ধাপের আলোচনা হবে মূলত গাজাবাসীর জন্য আশ্রয়, ত্রাণসাহায্য ও পুনঃনির্মাণ প্রক্রিয়া নিয়ে। তেল আবিব যুদ্ধবিরতি চুক্তির মানবিক দিকগুলো বাস্তবায়নে গড়িমসি করছে বলেও তিনি অভিযোগ করেন।
কানু বলেন, গাজাবাসীর জন্য জরুরি ভিত্তিতে আশ্রয় ও মানবিক ত্রাণ পাঠানো দরকার, এতে বাধা দেয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই।
এদিকে, অবশেষে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
গাজা উপত্যকায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ ইহুদিবাদী জিম্মির মুক্তির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তি পাওয়ার কথা। ছয় সপ্তাহব্যাপী এই ধাপের অর্ধেকের বেশি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
চুক্তি অনুযায়ী প্রথম ধাপ বাস্তবায়নের মাঝপথে দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা, যা মঙ্গলবার শুরু হয়েছে বলে খবর দিল হামাস।
দ্বিতীয় ধাপেও একইভাবে উভয় পক্ষ তাদের হাতে থাকা পরস্পরের বন্দিদের মুক্তি দেবে এবং এর মধ্যে তৃতীয় দফার আলোচনা শুরু হবে যার মাধ্যমে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার ও গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে।
তবে ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান যুদ্ধবিরতি একটি অস্থায়ী চুক্তি এবং এটির মেয়াদ শেষ হলে গাজায় আবার সামরিক আগ্রাসন চালানোর অধিকার তেলআবিবের আছে।