ইরান প্রকাশ্যে আনলো হাজার কিমি পাল্লার ‘গাজা’ ড্রোন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে ‘গাজা’ নামের ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে দেশটির অভিযাত বাহিনী ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর: মেহের নিউজের।
আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ১,০০০ কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে ৫০০ কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি রবিবার আটটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে।
৩ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। ‘গাজা’ ড্রোনটির অপারেশনাল ব্যাসার্ধ প্রায় ৪,০০০ কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। ড্রোনটি একসঙ্গে ১২টি বোমা বহনে সক্ষম।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দীর্ঘ ১৫ মাস ধরে যুদ্ধ করা গাজা উপত্যকায় বীর ফিলিস্তিনিদের সংগ্রামকে সম্মান জানাতেই এ উদ্যোগ।
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল ও হামাস সংঘাতে ৪৭ হাজা ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে চলতি বছরের ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধের শুরু থেকেই গাজার প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে ইরান।