২৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

ছবি: সংগৃহীত
অ-হিংসাত্মক মাদক অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করছেন-এমন প্রায় ২,৫০০ জনের সাজা মওকুফ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৭ জানুয়ারি) হোয়াইট হাউস একে দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক ক্ষমা প্রদানের ঘটনা বলে উল্লেখ করেছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন-যাদের সাজা মওকুফ করা হয়েছে, তারা বর্তমানে যে শাস্তি পেতেন তার তুলনায় ‘অতিরিক্ত দীর্ঘ সাজার’ ভোগ করছিলেন।
এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক ভুল সংশোধনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, শাস্তির বৈষম্য সংশোধন এবং যোগ্য ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ প্রদানের জন্য একটি উদ্যোগ’ বলে উল্লেখ করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যক্তিগত ক্ষমা ও সাজা মওকুফ প্রদান করেছি। এছাড়া নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে আরও কিছু ক্ষমা বা সাজা মওকুফের ইঙ্গিত দেন তিনি।
গত মাসেও প্রায় ১,৫০০ জনের সাজা মওকুফ করেন এবং ৩৯ জনকে ক্ষমা করেন বাইডেন। ডিসেম্বরে ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ছিলেন তার ছেলে হান্টার বাইডেন, যিনি অস্ত্র ও কর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সম্ভাব্য কারাদণ্ডের মুখোমুখি ছিলেন।
একইসঙ্গে কিছু সহযোগী এবং সাবেক কর্মকর্তাদের জন্য সার্বিক ক্ষমা প্রদানের বিষয়ে বিতর্ক করছেন বাইডেন বলে জানা গেছে। কারণ আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ‘প্রতিশোধমূলক’ উদ্যোগের কারণে তারা লক্ষ্যবস্তু হতে পারেন। ডিসেম্বরে ফেডারাল ডেথ রো-তে থাকা ৪০ জন বন্দীর মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
তিনজন এই সিদ্ধান্তের বাইরে ছিলেন। ২০১৩ সালের বোস্টন ম্যারাথন বোমা হামলাকারীদের একজন, ২০১৮ সালে ১১ জন ইহুদি উপাসককে হত্যাকারী বন্দুকধারী এবং ২০১৫ সালে ৯ জন কৃষ্ণাঙ্গ চার্চগামীকে হত্যাকারী এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী। ইতোমধ্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর ফেডারেল মৃত্যুদণ্ড পুনরায় কার্যকর করবেন, যা বাইডেনের শাসনামলে স্থগিত ছিল।