×

আন্তর্জাতিক

বাড়িঘর বাঁচাতে দমকল ভাড়া করছেন লস অ্যাঞ্জেলেসের ধনকুবেররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

বাড়িঘর বাঁচাতে দমকল ভাড়া করছেন লস অ্যাঞ্জেলেসের ধনকুবেররা

ছবি : সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলছে ৮ দিন ধরে । এ দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ২৪ জন।  ধনকুবেরদের অধিকাংশই বসবাস করেন এই লস অ্যাঞ্জেলেসে। আর সেখানে আগুনে পুড়ে ছাই হয়েছে হাজার হাজার বাড়ি। তাই নিজের প্রিয় বাড়ি বাঁচাতে অনেকেই নিয়োগ দিচ্ছেন বেসরকারি দমকলকর্মী! আর এজন্য প্রতি ঘণ্টায় গুনতে হচ্ছে দুই হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৪৪ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন এ খবর জানানো হয়।

প্রতিবেদন বলা হয়, ঘরবাড়ি বাঁচাতে বেসরকারি দমকল ভাড়া করছেন লস অ্যাঞ্জেলেসের ধনকুবেররা। বেসরকারি এই দলগুলোতেও বিশেষজ্ঞ দমকলকর্মী, অত্যাধুনিক সরঞ্জাম, অগ্নিনির্বাপক যন্ত্র এবং জলের ট্যাঙ্ক রয়েছে। ব্যক্তিগত পরিষেবার জন্য প্রতি ঘণ্টায় গুনতে হচ্ছে ২০০০ ডলার, বাংলাদেশি টাকায় ২ লাখ ৪৪ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

এতে আরো বলা হয়, ঘরবাড়ি এবং সম্পত্তি আগুনের হাত থেকে বাঁচাতে অনেকেই এই বেসরকারি দমকলের সাহায্য নিয়ে থাকেন। ২০১৮ সালে কিম কার্দাশিয়ান এবং কেইন ওয়েস্টও সম্পত্তি বাঁচাতে এই বেসরকারি দমকলের সাহায্য নিয়েছিলেন।

এ নিয়ে সমালোচনাও হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনে যেখানে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, সেখানে এই ধরনের পরিষেবা ধনী-গরিবের মধ্যে ব্যবধান দেখিয়ে দিচ্ছে।

এদিকে দাবানলে ঘর পুড়েছে অ্যান্টনি হপকিন্‌স, প্যারিস হিলটনের মতো বহু হলিউড তারকারও। এখনো পর্যন্ত দাবানলে ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ছেড়ে অন্য কোনো আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছেন অনেকে।

এই দাবানলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে অন্তত ১৩৫ বিলিয়ন ডলারের (সাড়ে ১৩ হাজার কোটি ডলার) সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App