তিব্বতে জোড়া ভূমিকম্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
চীনের তিব্বত অঞ্চলের টিংরিং কান্ট্রিতে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল যথাক্রমে ৪.৯ ও ৫। চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) এই ভূমিকম্পের ঘটনা ঘটে। খবর: রয়টার্সের।
এর আগে, গত এক সপ্তাহে তিব্বত ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সেই ঘটনায় ১২৬ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছিলেন। এছাড়া হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন এই জোড়া ভূমিকম্পের ফলে সেই অঞ্চলে উদ্বেগ আরও বেড়েছে।
তথ্যসূত্র অনুযায়ী, তিব্বতের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় বারবার ভূমিকম্পের ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে।
এদিকে বিশেষজ্ঞরা বলেছেন, এশিয়ার দুই জায়ান্ট চীন ও ভারত বিশ্বের অন্যতম দুর্গম এলাকায় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ফলে ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, হিমালয় অঞ্চলে ৬৮টি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে। যেখানে রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। এ প্রকল্পের মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করা হয়েছে। এর ফলে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। এ অবস্থার মধ্যে আরো ১০১টি বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।