×

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬

ছবি: সংগৃহীত

   

পাঁচ দিনেরও বেশ সময় হয়ে গেল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 

আগুনে পুড়ে রবিবার (১২ জানুয়ারি) পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে সেখানে। তার সঙ্গে হাওয়ার গতিবেগ বেশ থাকায় আগুন হু হু করে ছড়াচ্ছে নতুন নতুন এলাকায়। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৪০ হাজার একেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখায় পুরোপুরি ভস্মীভূত ১২ হাজারর বাড়ি। ভিটামাটি ছাড়া এক লক্ষেরও বেশি মানুষ। কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও আরো ছ’টি জায়গায় আগুন জ্বলছে। তার মধ্যে রয়েছে পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার। 

পালিসেডে আরো ১ হাজার একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে। সেখানে ২২ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। পাঁচ হাজার বাড়ি ভস্মীভূত হয়েছে।

পালিসেড প্রশাসন জানিয়েছে, ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হাওয়া চলতে থাকায় অন্য এলাকায় দাবানল ছড়াচ্ছে। 

স্থানীয় সূত্র জানিয়েছে, দেড় লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার কানাডা এবং মেক্সিকো থেকে দমকল এবং আগুন নিয়ন্ত্রণের নানা সরঞ্জাম আনা হচ্ছে।

গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল-কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। 

আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহের জন্যেও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এই এলাকায় আর্দ্রতা কম থাকবে। শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে। বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App