×

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ওপর জোর বিএসএফের, নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ওপর জোর বিএসএফের, নেপথ্যে যে কারণ

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লবের পর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঢল ঠেকাতে অত্যাধুনিক প্রযুক্তির ওপর জোর দেয়ার কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি নীলোৎপল কুমার পান্ডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত পাহারায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়েছে বিএসএফ। আর এতে সাফল্য মিলেছে হাতেনাতে। 

দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এই ডিআইজি পরিসংখ্যান দিয়ে পান্ডে জানান, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে ২০২৩ সালে ৯৩১ জন ভারতীয় এবং ১৫৪৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। যেখানে ২০২৪ সালে ওই একই অভিযোগে ৫৮৬ জন ভারতীয় এবং ১৯৭৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। সেক্ষেত্রে এই ধরনের একটি প্রশংসনীয় কর্মকাণ্ডের পিছনে রয়েছে সেন্সর যুক্ত নাইট ভিশন সমৃদ্ধ ক্যামেরা এবং প্যান-টিল্ট-জুম (PTZ) ক্যামেরা ব্যবহার করে পুঙ্খানুপুঙ্খ নজরদারি। 

আরো পড়ুন: সীমান্তে ফের কাঁটাতারের বেড়া তুলতে বাধা বিজিবির, কাজ বন্ধ রাখতে বাধ্য হলো বিএসএফ

নীলোৎপল কুমার পান্ডে জানিয়েছেন, দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের ৯১৩ কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের। কিন্তু ভৌগোলিক ও জলবায়ুগত প্রতিকূলতার কারণে এই বিস্তৃত সীমান্তের অনেকটাই এখনো কাঁটাতার বিহীন। সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও এই সীমান্ত বরাবর জওয়ান মোতায়ন, পায়ে টহলদারি দেয়ার মতো প্রচলিত পদ্ধতির সঙ্গে ব্যাপকভাবে ইলেকট্রনিক নজরদারিও ব্যবহার করা হচ্ছে। কন্ট্রোল রুম থেকেই সীমান্তের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সীমান্তে টহলরত সংশ্লিষ্ট জওয়ানদের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচার রোধে বিএসএফ কর্মীরা পাম্প অ্যাকশন বন্দুক (পিএজি) এর মতো অ-ঘাতক (নন লিথাল) ব্যবহার করে। পাশাপাশি ট্রিপ-লেয়ার ফ্লেয়ার এবং সেন্সর সহ টপ-এন্ড গ্যাজেটগুলির ব্যবহারে অনুপ্রবেশকারীদের সনাক্তকরণ এবং বাধা দেয়ার ক্ষেত্রেই বাহিনীর ক্ষমতাকে আরো শক্তিশালী করেছে।' 

আরো পড়ুন: ভারতের কব্জা থেকে ৫ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার বিজিবির, ভিন্ন দাবি বিএসএফের

তিনি বলেন, বেষ্টনিবিহীন এলাকায় স্মার্ট বেড়া দেয়ার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে রাজ্য সরকারের তরফে কিছু জমি বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে বৃহস্পতিবারই পেট্রপোল-বেনাপোল সীমান্তে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয় বিএসএফ এবং বিজিবি। বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিল দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি মনিন্দর পি.এস পাওয়ারের নেতৃত্বে এক প্রতিনিধি দল অন্যদিকে বিজিবির আঞ্চলিক কমান্ডার (দক্ষিণ-পশ্চিম রিজিয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দল। এই বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা করা হয়। কমান্ডাররা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা, সীমান্ত এলাকায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম, অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধের ব্যবস্থা এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা।

দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি আরো নিরাপদ সীমান্ত পরিবেশ উন্নীত করতে, স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং এই অঞ্চলে সমৃদ্ধি বৃদ্ধিতে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার চেতনা বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App